ইসরায়েলের সঙ্গে সংঘাতে হিজবুল্লাহর ৪ হাজার যোদ্ধা নিহত

ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অন্তত চার হাজার যোদ্ধা নিহত হয়েছেন। তাদের মধ্যে হিজবুল্লাহর কমান্ডার ও শীর্ষ নেতারাও ছিলেন।
বৃহস্পতিবার সৌদি আরবের সংবাদমাধ্যম আল-হাদাথের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলাকালীন গোষ্ঠীটির প্রায় ৪ হাজার সদস্য নিহত হয়েছেন। ২০২৪ সালের নভেম্বরে উভয় পক্ষের এক যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটে।
প্রতিবেদনে বলা হয়, গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর সংগঠনটির প্রায় দুই হাজার সদস্য নিষ্ক্রিয় হয়ে যান। বিপুলসংখ্যক যোদ্ধার প্রাণহানির ঘটনার পরও বর্তমানে হিজবুল্লাহর প্রায় ৬০ হাজার সদস্য সক্রিয় রয়েছেন।
সৌদি এই সংবাদমাধ্যম বলেছে, লেবাননের লিতানি নদীর দক্ষিণাঞ্চলের প্রায় ৮০ শতাংশ এলাকা এক সময় হিজবুল্লাহর একচ্ছত্র নিয়ন্ত্রণে ছিল। বর্তমানে ওই এলাকা লেবাননের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, ওই এলাকায় আর কোনও নিয়ন্ত্রণ রাখতে পারবে না হিজবুল্লাহ।
এছাড়াও লেবাননের বেকা উপত্যকা ও দক্ষিণাঞ্চলের বেশিরভাগ প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ করে দিয়েছে হিজবুল্লাহ। প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর মাঝারি ও ভারী পাল্লার উল্লেখযোগ্যসংখ্যক অস্ত্র ইসরায়েলের হামলায় ধ্বংস হয়েছে অথবা লেবাননের সেনাবাহিনী জব্দ করেছে।
July 2025
৩৭-০৫ ৭৩ স্ট্রীট, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক-১১৩৭২, ফোন: ৬৪৬৩০৯৬৬৬৫, সার্কুলেশন ও বিজ্ঞাপন ইমেইল: [email protected]