logo

নজরুল ইসলাম মজুমদারের দুবাইতে রিসোর্ট ও সাড়ে তিনশ বিঘা জমির সন্ধান

নাসা গ্রুপের মালিক নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী , ছেলে ও মেয়ের নামে প্রায় সাড়ে তিনশ বিঘা জমি, দুবাইতে রিসোর্ট ও খেজুর বাগান রাজধানীতে ২২ টি প্লটের সন্ধান পাওয়া গেছে। আজ মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি সভায় নাসা গ্রুপের সম্পত্তির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। নিম্নবর্ণিত সম্পদের খোজ পাওয়া গেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

নজরুল ইসলাম মজুমদারের দুবাইতে রিসোর্ট ও সাড়ে তিনশ বিঘা জমির সন্ধান

১. গুলশান-১ এর ১২ তলা বিশিষ্ট ২ টি বিল্ডিং (ব্যাংক বিল্ডিং) রয়েছে।
২. ৩০০ ফিট এলাকায় ২ বিঘা জমি রয়েছে যা ল্যান্ডস্কেপিং করা।
৩. জলসিঁড়ির, সেক্টর-১৭'তে একটি কাঁচা মার্কেট রয়েছে।
৪. মেয়ে আনিকার নামে একাধিক প্লট ও পরিবারের সকলের অনেক সম্পদ রয়েছে।
৫. মেঘনাঘাটে একটি ওয়ার হাউজ এবং পেট্রোল পাম্প আছে।
৬. ঠাকুরগাঁওয়ে ৩০০ বিঘা জমি রয়েছে।
৭. গুলশানে শান্ত মারিয়ম এর পাশে বাউন্ডারি করা আনুমানিক ১০ বিঘা জমি আছে।
৮. দুবাইতে খেজুর বাগান এবং দুবাই রিসোর্ট রয়েছে।
৯. চাঁদপুরে বিশাল একটি মার্কেট রয়েছে।
১০. নিকেতনে ১০ বিঘা জমি আছে।
১১. হাতিরঝিলের প্রজেক্টে বড় ২টি খেজুরের ডিপো রয়েছে যাতে ১০-১২ কোটি টাকার খেজুর আছে।
১২. মহাখালী ডিওএইচএস এর মসজিদের পাশে ১০ কাঠা জমির উপর বাসা রয়েছে।
১৩. চব্বিশ (২৪) কোটি টাকা মূল্যের Provident Fund (Exim Bank) রয়েছে।
১৪. গুলশান-১ এ দখলকৃত বাসা আছে যেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
১৫. গুলশানে ১ বিঘা জমি রয়েছে যা পারটেক্স গ্রুপ এর নিকট থেকে কিনেছে।
১৬. পূর্বাচলে ২০ টি প্লট রয়েছে যা চেয়ারম্যান ও তার পরিবারের নামে। দুদক ৪/৫ টা ক্রোক করেছে।
১৭. পূর্বাচলে ২.৫ বিঘার উপরে একটি হাসপাতাল আছে (নার্সিং ইন্সটিটিউট এবং হাসপাতাল) 
১৮. জলসিড়ি সেক্টর-১৭ এ চেয়ারম্যান এর নামে ২.৫ বিঘা জমির উপর ১০০ কোটি টাকা মূল্যের একটি মার্কেট রয়েছে।
১৯. জলসিড়ি-২ নং সেক্টরে ৮টি প্লট রয়েছে (সাইজ ২০-২৮ কাঠা)। যার মধ্যে ২ টি কর্ণার প্লট রয়েছে। 
২০. মসুল (জলসিঁড়ি) নীলা মার্কেটের সামনে পুলিশ হাউজিং এর বিপরীতে ৩০/৪০ বিঘা জমি রয়েছে।
২১. নেভির পাশে ৩০০ ফিট এ ৩০/৪০ বিঘা জমি রয়েছে। যার মধ্যে কিছু Mortgage আছে এবং ৩০ বিঘা ভরাট রয়েছে যেখানে চিড়িয়াখানা, মসজিদ এবং গেষ্ট হাউজ রয়েছে।
২২. বিজিএমইএ এর উত্তর পাশে দিয়া বাড়ীতে ৩টা প্লট মিলে একটা ৪.৫ বিঘা জমিতে সুইমিং পুল, মসজিদ এবং গেষ্ট হাউজ রয়েছে যার মূল্য ৪০০ কোটি টাকা
২৩. উত্তরা মাসকট প্লাজার পশ্চিমে ফার্নিচারের দোকান রয়েছে এবং উত্তরা সেক্টর-১৩ (সোনারগাঁ জনপদ) একটি প্লট রয়েছে। 
২৪. তেজগাঁও ইন্ডাস্টিয়াল এরিয়া মহাখালী বাস স্ট্যান্ড এর পাশে ৩ বিঘা জমির উপর নাসা হেড অফিস রয়েছে। 
২৫. তেজগাঁও আড়ং এর বিপরীতে ৭ বিঘা জমি রয়েছে।
২৬. আড়ং এর পাশে লাগোয়া গাজী গ্রুপ থেকে ক্রয় করা ৭ বিঘা জমি Mortgage দিতে পারে।
২৭. মেঘনা ঘাটে আরও ১০ বিঘার একটি জমি আছে।

সভায় উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ,  প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, অর্থ সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানগণ, বিজিএমইএ-এর সভাপতি এবং বাংলাদেশ ব্যাংক ও শাহজালাল ইসলামি ব্যাংকের প্রতিনিধিরা।

September 2025

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
logo
প্রধান সম্পাদক ও প্রকাশক : শাহ আহমদ

৩৭-০৫ ৭৩ স্ট্রীট, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক-১১৩৭২, ফোন: ৬৪৬৩০৯৬৬৬৫, সার্কুলেশন ও বিজ্ঞাপন ইমেইল: [email protected]

Copyright © all Rights Reserved.