logo
logo

কেন্দ্রীয় ব্যাংকের প্রধানকে পদত্যাগ করতে বললেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির কেন্দ্রীয় ব্যাংকের (ফেডারেল রিজার্ভ) প্রধান জেরোম পাওয়েলকে অবিলম্বে পদত্যাগ করতে বলেছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘বেশ দেরি হয়ে গেছে’—তার এখনই পদত্যাগ করা উচিত!!!

পোস্টে তিনি একটি সংবাদ প্রতিবেদনের লিংকও শেয়ার করেন যেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের একটি আবাসন নিয়ন্ত্রক সংস্থা দাবি করেছে পাওয়েলের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, কারণ তিনি ফেডারেল রিজার্ভের ওয়াশিংটন সদরদপ্তরের সংস্কার কাজ নিয়ে ভুল তথ্য দিয়েছেন।

ট্রাম্প তার প্রথম মেয়াদে জেরোম পাওয়েলকে এই পদে নিয়োগ দিয়েছিলেন। তবে পরে তিনি পাওয়েলের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে বারবার সমালোচনা করেন, কারণ পাওয়েল সুদের হার কমাননি।

তবে পাওয়েলকে সরানোর ক্ষমতা প্রেসিডেন্টের আদৌ আছে কি না এটা এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না।

ডোনাল্ড ট্রাম্প বারবার জেরোম পাওয়েলের সমালোচনা করলেও এ বছরের শুরুতে তিনি বলেছিলেন, তাকে বরখাস্ত করার কোনো ইচ্ছা তার নেই। ট্রাম্প চান ফেডারেল রিজার্ভ যেন সুদের হার কমায়, যাতে অর্থনীতি আরও চাঙ্গা হয়।

পাওয়েল মঙ্গলবার বলেন, ট্রাম্পের শুল্কনীতি না থাকলে কেন্দ্রীয় ব্যাংক আগেই সুদের হার কমিয়ে দিত।

পর্তুগালে এক বৈঠকে তাকে জিজ্ঞাসা করা হয়, "এ বছর যদি ট্রাম্পের শুল্ক বাড়ানোর ঘোষণা না আসত, তাহলে কি ফেডারেল রিজার্ভ আবারো সুদের হার কমাত?"

পাওয়েল জবাব দেন, "আমার মনে হয়, হ্যাঁ।"

ট্রাম্প এবার পাওয়েলকে প্রত্যাহারের বিষয়ে যা বললেন তা নিয়ে ফেডারেল রিজার্ভ বিবিসির কাছে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এই বছরের শুরুতে হোয়াইট হাউসে ট্রাম্প আসার আগেই পাওয়েল বলেছিলেন, "প্রেসিডেন্ট যদি আমাকে সরে যেতে বলেন, তবুও আমি পদত্যাগ করব না," এবং এটি আইন অনুযায়ী সম্ভব নয় যে প্রেসিডেন্ট জোর করে তাকে সরিয়ে দেবেন।

১৯৩৫ সালের এক গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টের রায় অনুসারে, স্বাধীন ফেডারেল সংস্থার বোর্ড সদস্যদের শুধু গুরুতর কারণেই মেয়াদ শেষ হওয়ার আগেই সরানো যেতে পারে।

তবে ট্রাম্প রাজনৈতিক নিয়ম ভাঙার ইতিহাস রাখেন। তিনি কিছু স্বাধীন সংস্থার প্রধানদের বরখাস্ত করেছেন, যেগুলো নিয়ে আদালতে চ্যালেঞ্জ উঠেছে।

বুধবার, ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির প্রধান বিল পল্টে আগেও পাওয়েলের কড়া সমালোচনা করেছেন এবং তার বিরুদ্ধে তদন্ত দাবি করেছেন।

তিনি এক্স (সাবেক টুইটার)-এ লেখেন, "আমি কংগ্রেসকে অনুরোধ করছি জেরোম পাওয়েলের রাজনৈতিক পক্ষপাত এবং তার ভুলভাল তথ্যভিত্তিক সিনেট সাক্ষ্যের তদন্ত করা হোক। এতেই বোঝা যাবে যে তাকে সরানোর যথেষ্ট কারণ আছে।"

গত সপ্তাহে পাওয়েল সেনেটকে বলেন, ফেডারেল রিজার্ভের সদরদপ্তরের খরচ এবং বিলাসবহুল জিনিসপত্র নিয়ে যেসব খবর প্রকাশ হয়েছে, "তা অনেক দিক থেকেই বিভ্রান্তিকর ও ভুল।"

undefined/news/north-america/1f0581f2-eac9-6c60-b2b1-07aa186d56f9


logo
প্রধান সম্পাদক ও প্রকাশক : শাহ আহমদ

৩৭-০৫ ৭৩ স্ট্রীট, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক-১১৩৭২, ফোন: ৬৪৬৩০৯৬৬৬৫, সার্কুলেশন ও বিজ্ঞাপন ইমেইল: [email protected]

Copyright © all Rights Reserved.