দেশের মানুষ নির্বাচন চায়, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানালেন তারেক রহমান
অনলাইন রিপোর্ট
ছবি : সংগৃহীত
লন্ডনে স্থানীয় সময় রোববার রাতে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচন দাবি জানান। তিনি বলেন, দেশের মানুষ নির্বাচনের অধিকার চায় এবং এই দাবির জন্য গত ১৫ বছর ধরে বিএনপি আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে।
তারেক রহমান আরও বলেন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বিএনপি এমন একটি সরকার গঠন করবে যা জনগণের কল্যাণে কাজ করবে। ক্ষমতায় আসলে স্কুলের সিলেবাস পরিবর্তন করে খেলাধুলার মান উন্নয়নে কাজ করা হবে। ঢাকায় দুটি ওয়ার্ড মিলে একটি বড় ক্রীড়া মাঠ করার পরিকল্পনা রয়েছে।
তিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে প্রয়াত তার বড় ভাই আরাফাত রহমান কোকোর অবদানের কথাও স্মরণ করেন এবং নিজের কথা বলেন কোকোর বড় ভাই হিসেবে গর্বিত।
তারেক রহমানের বক্তব্যের সারমর্ম হলো, আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
undefined/news/politics/1f034692-f4c3-67e0-a126-0a3bc6e348db
৩৭-০৫ ৭৩ স্ট্রীট, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক-১১৩৭২, ফোন: ৬৪৬৩০৯৬৬৬৫, সার্কুলেশন ও বিজ্ঞাপন ইমেইল: [email protected]